খেলা
‘প্রমোশন’ পাওয়া ব্রুক ইংল্যান্ডের নতুন নেতা
স্পোর্টস ডেস্ক
(১১ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৬:৪৬ অপরাহ্ন

চ্যাম্পিয়নস ট্রফি শেষে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দেন জস বাটলার। এরপর থেকেই নানা আলোচনা, গুঞ্জন- কে হবে সাদা বলে ইংলিশদের পরবর্তী নেতা। অবশেষে জানা গেলো সেটি, সহ-অধিনায়ক থেকে প্রমোশন পেয়ে অধিনায়ক হয়েছেন হ্যারি ব্রুক।
বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্বও করেন ব্রুক। স্থায়ী অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুকের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মে মাসে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ব্রুক বলেন, ‘ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়ক হওয়া আমার জন্য বিশেষ সম্মানের। হোয়ার্ফেডেলের বার্লেতে শৈশবে ক্রিকেট খেলার সময় থেকে ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলতে চেয়েছি, একদিন নেতৃত্ব দেওয়ার স্বপ্নও দেখেছি। এখন সেই সুযোগ পাওয়াটা আমার কাছে অনেক বড় বিষয়।’ ইংল্যান্ডের হয়ে ২৬ ওয়ানডেতে ৩৪ গড়ে ৮১৬ রান করেছেন ব্রুক। ৪৪ টি-টোয়েন্টিতে ২৮.৫০ গড়ে ৭৯৮ রান করেছেন।
ইংল্যান্ড জাতীয় দলের ব্যাবস্থাপনা পরিচালক রব কি বলেছেন, ‘দুই সংস্করণেই হ্যারি ব্রুক ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হওয়ার প্রস্তাব গ্রহণ করায় আমি আনন্দিত।’
২০১৮ বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ দলকেও নেতৃত্ব দিয়েছেন ব্রুক। এ ছাড়া ছেলেদের ‘হানড্রেড’ টুর্নামেন্টে মাঝেমধ্যে নর্দান সুপারচার্জার্সেরও অধিনায়কত্ব করেছেন। আগামী ১২ মাস ব্যস্ত সময়ও ইংল্যান্ড দলের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ আছে, এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।