ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

মাঠে ফিরেই নির্বাচকদের মেয়াদ নিয়ে প্রশ্ন তুললেন নাসির

স্পোর্টস রিপোর্টার
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবারmzamin

গায়ে গাজী গ্রুপের প্র্যাকটিস জার্সি আর সাদা হাফ প্যান্ট, চোখে সানগ্লাস! দেড় বছরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই মাঠে নামলেন। ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে আড্ডা দিচ্ছিলেন রূপগঞ্জ টাইগার্সের ক্রিকেটাররা, স্বাভাবিকভাবেই কেন্দ্রবিন্দুতে নাসির হোসেন। অন্যপ্রান্তে তখন তার অপেক্ষায় প্রায় শত ক্যামেরা ও বুম! আড্ডা শেষ করেই নাসির ছুটলেন সেখানে। নিষেধাজ্ঞার সময়, সেখান থেকে ফেরা, সব প্রশ্নের উত্তরই দিলেন নিজের স্বভাবজাত ভঙ্গিতে। তবে নাসির মানেই তো আলাদা রসদ, এদিনও ছিল সেটা। জাতীয় দলের নির্বাচকদের মেয়াদ নিয়েই প্রশ্ন তুলেছেন এই অলরাউন্ডার।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লীগের নবম রাউন্ডে গতকাল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারায় রূপগঞ্জ টাইগার্স। ১৫৯ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় তারা। বোলিংয়ে ১০ ওভারে ৩১ রান খরচায় ১ উইকেট নেয়ার ব্যাটিংয়ে অপরাজিত ৯ রান করেন নাসির। ম্যাচ শেষে সবার চোখই ছিল নাসিরের দিকে। সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই করা হয় দীর্ঘদিন পর মাঠে ফেরা নিয়ে। উত্তরে নাসির বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগতেছে অনেকদিন পর ক্রিকেট খেলে। এই তো।’ ২০২১ সালে আবুধাবি টি-টেন লীগে খেলার সময় একটি আইফোন উপহার পেয়েছিলেন নাসির। তথ্য গোপন করায় ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন। এই দেড় বছর কেমন কেটেছে, প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস ছিলাম। আর কী বলবো (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম আলহামদুলিল্লাহ্‌। খেলা মিস করেছি ঠিক আছে। তবে পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম।’ এত লম্বা সময় পর মাঠে ফেরা নিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘অভিষেক ম্যাচের মতো মনে হয়নি। তবে অনেক কিছু নতুন নতুন লাগছিল। খেলার আগে যে প্রস্তুতি ছিল, প্রায় দেড় বছর পর আবার সেই প্রস্তুতি নিলাম। লাগেজ গোছানো, ব্যাগ গোছানো- অবশ্যই একটু নতুন লাগছিল। ভালোই লাগছিল যে, এতদিন পর খেলবো। যদি ভালো পারফর্ম করতে পারতাম, আরেকটু ভালো লাগতো।’
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাসিরের। ব্যাটিং-ফিল্ডিংয়ের সঙ্গে কার্যকরী বোলিংয়ে অল্পদিনেই জাতীয় দলের অপরিহার্য অংশ হয়ে ওঠেন তিনি। তবে দ্রুতই ছন্দপতন হয়, ২০১৮ সালের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। ২০২৩ সালে বিপিএলে দারুণ পারফর্ম করেন নাসির। ব্যাট হাতে ৩৬৬ রানের সঙ্গে নেন ১৬ উইকেট। তবে এরপরও জাতীয় দলের রাডারে আসেননি তিনি। এ নিয়ে আক্ষেপ ঝাড়েন নাসির, ‘আমার মনে হয় যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনো সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি অবশ্যই জাতীয় দলে খেলতে পারবো। আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন। যদি দেখেন, যেবার আমি বিপিএল ভালো খেললাম, এরপর কিন্তু আমাকে ‘এ’ দল বা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচ- কোথাও আমাকে ডাকেনি। তো আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন? অবশ্যই স্বপ্ন দেখি জাতীয় দলে খেলার। এটা বিশ্বাস করি, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।’ এই প্রসঙ্গে নির্বাচকদের মেয়াদ নিয়েও প্রশ্ন তোলেন নাসির। জাতীয় দলের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১১৫ ম্যাচ খেলা এই অলরাউন্ডার বলেন, ‘আমার মনে হয়, আপনি যখন নির্বাচক প্যানেলে থাকবেন... যদি বাইরের দেশে দেখেন, দুই বছর পরপর নির্বাচক প্যানেল বদলায়। ধরেন আমি নির্বাচক হিসেবে আছি। আমার চোখে কিন্তু সবাইকে সমান ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। দুই বছর পর পর বদলালে, আমার চোখে যাকে ভালো লাগতো না, অন্য কারও চোখে তাকে ভালো লাগতেও পারে। আপনি যদি এখন ৯-১০ বছর ধরে একই জায়গায় থাকেন, যাকে ভালো লাগবে না, তার তো ক্যারিয়ারই শেষ হয়ে গেল প্রায়। আমি মনে করি, আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। আমি যদি পাঁচটা সুযোগ পাই, বাকিদেরও পাঁচটা সুযোগই পাওয়া উচিত। এমন না হয় যেন, ওরা ২০টা সুযোগ পেলো, আমি পাঁচটা সুযোগ পেলাম। আমার মনে হয়, আমার ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে। হতে পারে। আমার কাছে তা-ই (পছন্দ হয়নি দেখে সুযোগ পাইনি) মনে হয়।’

 

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status