খেলা
চোটজর্জর কিংসের বিপক্ষে জয়ের আশা আবাহনীর
স্পোর্টস রিপোর্টার
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
প্রিমিয়ার লীগে স্থানীয় ফুটবলারদের নিয়েই বসুন্ধরা কিংসকে হারিয়েছিল আবাহনী লিমিটেড। এবার ফেডারেশন কাপে আকাশী-নীল শিবিরে যোগ হয়েছে দুই বিদেশি। ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও নাইজেরিয়ান এমেকা ওগবাহকে নিয়ে কিংসের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে যাচ্ছে মারুফুল হকের দল। আজ তাই চোটজর্জর কিংসকে হারিয়ে ফাইনালে খেলার আশায় আবাহনী। আজ ফেডারেশন কাপের দু’টি ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। ম্যাচটি হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। একইদিনে অন্য কোয়ালিফায়ারে খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ এমএফএস। ম্যাচটি হবে কিংস অ্যারেনায়। প্রথম কোয়ালিফায়ারে বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। যে দলটি হারবে তাদের সামনেও সুযোগ থাকবে। ১৫ই এপ্রিল দ্বিতীয় কোয়ালিফায়ারে বিজয়ী দলের বিপক্ষে তাদের ম্যাচ খেলতে হবে। সেই ম্যাচের বিজয়ী দল শিরোপা মঞ্চে ট্রফির জন্য লড়ার সুযোগ পাবে।
এদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিপদেই রয়েছে বসুন্ধরা কিংস। তাদের তিন ডিফেন্ডার চোটে পড়েছেন- বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ ও তারিক কাজী। এ ছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা এখনো আসেননি। আর্জেন্টিনার স্ট্রাইকার লেসকানোর খেলাও অনিশ্চিত। তারপরও দলের রুমানিয়ান কোচ ভ্যালেরি তিতে অন্যদের নিয়ে আশাবাদী। আবাহনী লিমিটেডের কোচ মারুফুল হকের আবার কোনো চোট সমস্যা নেই। ফুরফুরে মেজাজে রয়েছে দল। মধ্যমাঠে রাফায়েলের আগমনে দল আরও উজ্জীবিত। নম্বর নাইন হয়ে এমেকা ওগবাহ থাকছেন। তাই গোল প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তা কমেছে। কোচ তাই আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, ‘আমাদের দল ভালো অবস্থানে আছে। দু’জন বিদেশি যোগ হয়েছে। তিন সপ্তাহের অনুশীলনে তাদের অবস্থাও ভালো। আশা করছি, স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে আমরা ভালো ম্যাচ উপহার দিতে পারবো। ভালো খেলেই ফাইনালে জায়গা করে নিতে পারবো।’