খেলা
মেসির দুর্দান্ত গোলে পয়েন্ট ভাগাভাগি মায়ামির
স্পোর্টস ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
সামনে মহাগুরুত্বপূর্ণ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচ। এর আগে লিওনেল মেসিকে মাঠে দেখা যাবে কিনা, তা নিয়ে ছিল সংশয়। আজ শুরুর একাদশে নেমে দারুণ এক গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ফাউলের কারণে বাতিল হলো সেটি। ম্যাচে পিছিয়ে পড়লে ত্রাণকর্তা হয়ে আসলেন সেই মেসিই। দুর্দান্ত গোলে সমতা এনে দিলেন ইন্টার মায়ামিকে। আমেরিকান মেজর লীগ সকারে (এমএলএস) ১-১ গোলে টরন্টোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে নিলো হাভিয়ের মাশচেরানোর দল। বাংলাদেশি সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে দু’টি গোলই হয়েছে বিরতির আগে যোগ করা সময়ে। ম্যাচের ১৮তম মিনিটে গোল হতে হতেও বঞ্চিত থাকে স্বাগতিক টরন্টো। প্রথমে থিও কর্বেনুর শট কোনোরকমে ফেরান মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। তবে বল তখনো বিপজ্জনক অবস্থায়। জুভেন্টাসের সাবেক ফেদেরিকো বার্নাদেস্কির শট ফিরে আসে তমাস আভিলেসের পায়ে লেগে। ফিরতি বলে কর্বেনুর শট ফের প্রতিহত হয় পোস্টে লেগে। কিছুক্ষণ পর অসাধারণ ড্রিবলিংয়ে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। তবে তার শট গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে। ৩৯তম মিনিটে বক্সের ভেতর থেকেই দারুণ এক বাঁকানো শটে জাল খুঁজে নেন সর্বোচ্চ আট বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। তবে ভিএআরে দেখা যায়, আক্রমণের শুরুতে ফাউল করেন তিনি। তাই সে যাত্রায় বাতিল হয় গোলটি। ৪৪তম মিনিটে মেসির ফ্রি কিক গোলপোস্টের সামান্য উপর দিয়ে চলে যায়। বিরতির আগে যোগ করা দ্বিতীয় মিনিটে বার্নাদেস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। বক্সের ভেতরে মায়ামির দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে জাল খুঁজে নেন এই ইতালিয়ান ফরোয়ার্ড। তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি মায়ামি। যোগ করা পঞ্চম মিনিটে বাঁ পায়ের দারুণ এক হাফ ভলিতে সমতাসূচক গোলটি করেন লা পুলগা। এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ষষ্ঠ গোল মেসির। আমেরিকান ক্লাবটিতে যোগ দেয়ার পর এটি আর্জেন্টাইন অধিনায়কের ৪০তম গোল। বিরতির পর মাঠে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণেও আর জালের দেখা পায়নি কোনো দল। ম্যাচ শেষ হয় পয়েন্ট ভাগাভাগি করেই। ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে ইন্টার মায়ামি। এক ম্যাচ বেশি খেলা কলম্বাস ক্রু ১ পয়েন্ট বেশি নিয়ে সবার ওপরে। আগামী ১০ই এপ্রিল বাংলাদেশি সময় ভোরে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে সেমিফাইনালের লক্ষ্যে লস অ্যাঞ্জেলেসকে আতিথেয়তা দেবে হাভিয়ের মাশচেরানোর দল। আগের লেগে ১-০ গোলের জয়ে এগিয়ে রয়েছে লস অ্যানজেলেস।