ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

অভিজ্ঞদের নিয়ে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:২৫ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশ সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। পিঠের চোট থেকে সেরে উঠে প্রস্তুত অলরাউন্ডার শন উইলিয়ামস। ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ড সিরিজে শেষ দিকে নাম প্রত্যাহার করে নেয়া অধিনায়ক ক্রেইগ আরভিনও ফিরেছেন জিম্বাবুয়ে দলে।

গত ফেব্রুয়ারিতে সন্তান জন্মের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে দল থেকে নিজেকে সরিয়ে নেন আরভিন। ছুটি কাটিয়ে ফের দলকে নেতৃত্ব দিতে ফিরছেন এই বাঁহাতি ব্যাটার। পিঠের চোটে পড়ে সেই ম্যাচে মাঠের বাইরে ছিলেন উইলিয়ামস। দুই বড় তারকা ছাড়াও জিম্বাবুইয়ানদের দলে পরিবর্তন এসেছে আরও কিছু। উইলিয়ামস, আরভিন ছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে ফেরার তালিকায় রয়েছে ওয়েলিংটন মাসাকাদজা। ২০২৩-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন এই বাঁহাতি স্পিনার। দুই বছর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে লাল বলে অভিষেক হওয়া তাফাদজাওয়া সিগাকেও আবার ডাকা হয়েছে দলে। এই উইকেটকিপার-ব্যাটারকে জায়গা দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন জয়লর্ড গুম্বি। অন্যদিকে জায়গা ধরে রেখেছেন আইরিশদের বিপক্ষে সিরিজে আরভিনের নাম প্রত্যাহারে সুযোগ পাওয়া ওয়েসলি মাধেভেরে। দলের একমাত্র নতুন মুখ হিসেবে রয়েছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির জায়গায় ঢুকেছেন মাসাকাদজা। এছাড়া জায়গা পাননি টপ অর্ডার ব্যাটার তাকুদজওয়ানাশে কাইতানো। দলের পেস বিভাগে নেতৃত্বে থাকবেন সবশেষে টেস্টের প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়া ব্লেসিং মুজারাবানি। তাকে সঙ্গ দেবেন রিচার্ড এনগারাভা। বাংলাদেশ সফরে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ের প্রধান কোচ জাস্টিন স্যামন্স। তিনি বলেন, ‘আমরা রোমাঞ্চিত। কেননা আমরা এমন একটি সময়ে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে টেস্ট ক্রিকেটই আমাদের মনোযোগের প্রধান জায়গা হবে। আমি নিশ্চিত যে নতুন কন্ডিশনে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পর এই ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে উন্নতি করবে। আমরা এমনভাবে দলটিকে তৈরি করেছি যাতে আমাদের সর্বোচ্চ ভারসাম্য থাকে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’

২০২০-এর পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে নেয় টাইগাররা। সে ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহিম। আগামী ২০শে এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। ২৮শে এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

 

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status