বিনোদন
এবার জাদুকর ভিকি
বিনোদন ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
৫০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাবা’। এই সাফল্যের রেশ থাকতে থাকতেই অভিনেতার নতুন ছবির খবর শোনা যাচ্ছে। পরিচালক সুজিত সরকারের আগামী ছবি ‘এক জাদুকর’- এ একজন জাদুকরের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। শনিবার ছবির ফার্স্টলুক পোস্টার দেখে অনেকেই ভিকিকে ‘ম্যাড হেটার’- এ জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন।