ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

মৌলভীবাজারে আইনজীবী খুন, বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

মৌলভীবাজারে তরুণ আইনজীবী সুজন মিয়া (৩২) খুনের ঘটনায় ফুঁসে উঠেছেন আইনজীবী ও সচেতন মহল। প্রকাশ্যে পৌরসভা প্রাঙ্গণে এ হত্যার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন। আইনজীবী সুজন শহরতলীর পূর্ব হিলালপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র। পরিবারের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করতেন। তবে তার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ধুবলাপাড়া এলাকায়। এর আগে রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার মেয়র চত্বর এলাকায় ফুচকার দোকানগুলোর সামনে কয়েকজন কিশোর বয়সী ঘাতক ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ ঘটনা চাউর হলে জেলা শহরের সর্বমহলে ক্ষোভের সৃষ্টি হয়। প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে পড়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল মৌলভীবাজার জেলা বারের সদস্য ও আইনজীবীদের সহকারীরা আদালতের দৈনন্দিন কার্যক্রম বর্জন, আদালত প্রাঙ্গণে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করেছেন।

অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হওয়া এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন- প্রবীণ আইনজীবী জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব। এডভোকেট কামরেল আহমদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- প্রবীণ আইনজীবী এডভোকেট শান্তিপদ ঘোষ, পিপি এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জিপি এডভোকেট মামুনুর রশিদ মামুন, এডভোকেট বকশী জুবের আহমদ, এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত, এডভোকেট মাহবুবুল আলম রুহেল, এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস, এডভোকেট জয়নুল হক, এডভোকেট সৈয়দ আনোয়ার মাহমুদ চৌধুরী, এডভোকেট হাবিবুর রহমান মুকুল, এডভোকেট ভূষণ জিৎ চৌধুরী মিলন প্রমুখ।
বক্তারা বলেন, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, পৌরসভা সদর ২৫০ শয্যা হাসপাতাল, চৌমহনা, বেড়ির পাড় পয়েন্ট, সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ও প্রেস ক্লাব মোড়সহ সড়কের ফুটপাথে থাকা ফুচকা, চটপটি, ঝালমুড়ির দোকানসহ অন্যান্য ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলো শহরে অপরাধ প্রবণতা ও যানজট বৃদ্ধি করছে। কিশোর গ্যাং ও ইভটিজার তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে। তাই দ্রুত সময়ের মধ্যে এই দোকানগুলো বন্ধ করাসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবী ও তাদের সহকারীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। ওই সময় বিক্ষুব্ধ আইনজীবী ও নানা শ্রেণি-পেশার মানুষ পৌরসভার ভেতরে ও সামনের ফুচকা ও চটপটির দোকান ভাঙচুর চালান। বিক্ষোভ মিছিল শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়া হয়। সূত্রমতে, রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে পৌরসভার ভেতরে মেয়র চত্বর এলাকায় ফুচকার দোকানে বসে আইনজীবী সুজনসহ তার সাথের চারজন ফুচকা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন কিশোর বয়সী দুর্বৃত্ত আইনজীবী সুজন মিয়ার পাশে দাঁড়ায় এবং তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাদের মধ্যে দুইজন প্রথমে সুজনকে লাথি দেয়। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে গেলে তাদের একজন ছুরিকাঘাত করে। এরপর তারা সবাই একত্রে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন খবর পেয়ে তার পরিবারের সদস্য, সহকর্মী ছুটে যান হাসপাতালে। তিনি প্রবীণ আইনজীবী এডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরীর জুনিয়র হিসেবে কাজ করতেন। 

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান মানবজমিনকে জানান, হত্যার কারণ উদ্ঘাটন ও আসামিদের ধরতে পুলিশ কাজ করছে। এ ছাড়া, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনসহ জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। 
 

পাঠকের মতামত

Ainer aotay na anteparle agamite aro oporad korbe oporadhira

mohammedawalazad
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:৪২ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status