ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

দ্রুত চূড়ান্ত হবে প্রবাসীদের ভোট পদ্ধতি

স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ভোটিং পদ্ধতি চূড়ান্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দিনব্যাপী ‘প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নেন।

অনুষ্ঠানে সিইসি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। বিশেষজ্ঞদের আজকের কর্মশালা থেকে সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ হবে আশা করি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন, সে অনুযায়ী আমরা উদ্যোগ নেবো। এরপরই পদ্ধতি নিয়ে একটা আর্কিটেকচার দাঁড় করানো হবে। পাইলটিংয়ের মাধ্যমে কোনো কোনো দেশে ভোটিং পদ্ধতি চালু করা হবে বলেও জানান তিনি।

এ এম এম নাসিরউদ্দিন বলেন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এক ওয়ার্কশপ থেকে একটি হোক বা কোন কোন দেশে পাইলট প্রোগ্রাম করা যায় সে পরামর্শ দিন। প্রবাসীদের ভোট দেয়ার বিষয়ে যে পদ্ধতিতেই আমরা আগাই না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে। তিনি জানান, বর্তমানে দেশের মধ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু রয়েছে। নিবন্ধিত ভোটাররা, যারা কারাগারে বা আইনি হেফাজতে আছেন, বাংলাদেশি প্রবাসীরা এবং নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারেন। 

এদিকে ইসি কর্মকর্তারা জানান, পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের চেয়ে প্রক্সি ভোটিং পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি এবং সরকারি-বেসরকারি-উন্নয়ন সহযোগীদের মতামত নেয়ার জন্য বিশেষজ্ঞদের নিয়ে এই কর্মশালা হচ্ছে।
 

পাঠকের মতামত

প্রবাসীদের ভোট প্রধানের জন্য অনলাইনে ব্যবস্থা গ্রহন করা হউক, আমাদের ভোটের অধিকার অন্যের হাতে অর্পণ করা মানে নাগরিকের ব্যক্তিগত ও রাজনৈতিক অধিকার খর্ব করার সমান। একটা নির্বাচন কমিশন একটা মোবাইল আপ করলে সকল নাগরিক তার জাতীয় পরিছয় পত্র বা পাসপোর্ট নং দিয়ে আপ ইন্সটল করে সে তার ভোট প্রধান করবে। নির্বাচন শেষে আপটি বন্দ করে রাখা যেতে পারে নিরপত্যার জন্য।

Imran
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:৫৫ অপরাহ্ন

প্রবাসীদের জন্য প্রক্সি ভোট নয় জালিয়াতি বন্ধ নিশ্চিত করে অনলাইন ভোটিং ব্যবস্থা রাখতে হবে ---

Arifa Sultana
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:৩১ অপরাহ্ন

প্রবাসীদের অনলাইন ভোটের ব্যবস্থা করা হউক

জনতার আদালত
৯ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৪৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status