ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিনোদন

আইনি বিচ্ছেদে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক
১২ এপ্রিল ২০২৫, শনিবার
mzamin

নিঃশব্দে বিচ্ছেদ হয়ে গেল কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের। ৮ই এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিয়েছে। আর এটি প্রকাশ্যে এসেছে গতকালই। শ্রাবন্তী এ বিষয়ে বলেন, সবটাই খুব শান্তিপূর্ণভাবে মিটেছে। এখন থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে গিয়েছি। জানা যায়, দীর্ঘদিন ধরেই দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। অবশেষে গত সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও একধাপ এগিয়ে যান। কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আদালত ৮ই এপ্রিল তারিখ দিয়েছিল। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন। আইনি বিচ্ছেদের পরেই রোশন তার সামাজিক মাধ্যমের ছবি বদলে দেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। রোশন বলেন, আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি। অভিনয়ের বিন্দুমাত্র ইচ্ছা নেই। জানা যায়, শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিকবার ডাক পেয়েছিলেন রোশন। কিন্তু তিনি সাড়া দেননি। বিয়ে প্রসঙ্গে শ্রাবন্তী জানান, কোনো বিচ্ছেদই সুখের হয় না। তবে কোনো সম্পর্ক যদি বেদনায় পরিণত হয়, তবে তা থেকে বের হয়ে আসাই ভালো। আমি সেটাই করেছি। 

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status