বিনোদন
প্রশংসিত স্পর্শিয়া
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল ২০২৫, রবিবার
গেল ঈদে সিনেমার আদলে নির্মিত একটি সিনে ড্রামায় দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। যার নাম ‘পায়েল’। এতে তিনি অভিনেতা খায়রুল বাসারের বিপরীতে অভিনয় করেন। নাটকটি পরিচালনা করেন সাইফুল হাফিজ খান। আর্ক ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পায়। প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন স্পর্শিয়া। প্রথমবারের মতো ইউটিউবের জন্য এমন সিনে ড্রামা নির্মাণ হয়েছে বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।