বিনোদন
সেরা বাংলাবিদ অভিষেক দাশ
স্টাফ রিপোর্টার
২০ এপ্রিল ২০২৫, রবিবার
রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’র ষষ্ঠ পর্বের সেরা বাংলাবিদ নির্বাচন করা হলো। এবারই সেরা বাংলাবিদ হয়েছেন চট্টগ্রামের অভিষেক দাশ। চূড়ান্ত এই পর্বের উপস্থাপনা করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেরা ছয় বাংলাবিদের মধ্যে শীর্ষস্থান অধিকারী জিতেছেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পেয়েছেন যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়া প্রথম ১০ জন প্রতিযোগী পেয়েছেন একটি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকার বাংলা বই ও বইয়ের আলমারি। এদিন ছয়জনের উপস্থিতিতে ইতিহাস, বানান, সাহিত্য, শব্দার্থ, কবিতা, সংস্কৃতি বিভাগে জমজমাট প্রশ্নোত্তর, শব্দ সৃষ্টি, শব্দ রহস্যসহ বেশ কয়েকটি পর্বের প্রতিযোগিতায় সেরাদের বাছাই করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগীদের কণ্ঠে গাওয়া গানের সুরে নৃত্য পরিবেশন করা হয়। এ ছাড়াও আগুন, মাশা এবং ফেরদৌস গান পরিবেশন করেন।
উৎসবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হান্নান। ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, ড. তারিক মনজুর প্রমুখ। প্রতিযোগিতার প্রধান বিচারক লেখক সাংবাদিক আনিসুল হক, অভিনয়শিল্পী ত্রপা মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর।