ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ফের আন্দোলনে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

(২ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

ছয় দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করায় পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (অস্থায়ী) মো. সাব্বির আহমেদ বলেন, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তার ওপর শিক্ষার্থীরা ভরসা করছেন না। আগেও এমন কমিটি হয়েছিল, কিন্তু দাবি-দাওয়া পূরণ হয়নি। তাই সব শিক্ষার্থীর সম্মতিতে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকা এসে পৌঁছেছেন। অন্যান্যদেরও আমরা চলে আসতে বলছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এদিন ছয় দফা দাবি বাস্তবায়নে রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। 

পাঠকের মতামত

এদের দাবি দাওয়া ১৫ বছর কোথায় ছিলো?

BB
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের পলিটেকনিক শিক্ষা বর্তমান যে কোয়ালিটির লেখাপড়া হচ্ছে, এই কোয়ালিটি শুধু সার্টিফিকেট দিতে সক্ষম। এ ছাড়া কোন কাজে লাগে না। আমি নিজেও একজন পলিটেকনিক ইঞ্জিনিয়ার। গা গরম করে চলতাম । বাংলাদেশে বড় কারখানা গুলোতে বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীদের ভাইবাতে। ইন্টারভিউতে ডাকেওনা। তাই পলিটেকনিক শিক্ষার্থীদের সার্টিফিকেট এর জন্য লড়াই না করাই ভাল। পলিটেকনিক শিক্ষা হওয়া উচিৎ মেধা ভিত্তিক। সরকারি বা বেসরকারি পলিটেকনিক ৮০% মার্ক পাওয়া ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া উচিত। পলিটেকনিক শিক্ষা হওয়া উচিত engilish ভার্সন। পলিটেকনিক পড়তে ৪বছর লাগে না। তিন বছরই যথেষ্ঠ।

Faiz Ahmed
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৫১ অপরাহ্ন

পলিটেকনিকের আড়ালে লীগের লোকজন ঢাকায় ঢুকে স্যাবোটাজ করতে যাতে না পারে

RAJIB
২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৩৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status