অনলাইন
পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
(২ সপ্তাহ আগে) ২৩ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

ঢাকার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার ১ নম্বর আসামি মেহরাজকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার বিকেলে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-১ এর একটি দল। তথ্যটি জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি বলেন, গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলা ১ নম্বর আসামি মেহেরাজ ইসলামকে র্যাব-১ এবং র্যাব-১৩ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মেহরাজকে গাইবান্ধা থেকে ঢাকায় এনে বনানী থানায় সোপর্দ করা হবে।
এর আগে পারভেজ হত্যা মামলায় গত রবিবার মধ্যরাতে ঢাকার মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। তারা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। এছাড়াও সোমবার রাতে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে পারভেজকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেপ্তার করে র্যাব। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব।
গত শনিবার বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে জাহিদুল ইসলাম পারভেজের বিরুদ্ধে। এ নিয়ে কথা কাটাকাটি হয় একই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ূন কবীর বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি, মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মাহাথির হাসান, রিফাত, আলী ও ফাহিমসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে শনিবার রাতে হত্যা মামলা দায়ের করেন।
পাঠকের মতামত
প্রধান আসামি গ্রেপ্তার হওয়া সত্যিই প্রশংসার। এখন এই হত্যাকাণ্ড সুস্থ তদন্ত মাধ্যমে বিচার দাবি করতেছি।