বিশ্বজমিন
গাজার হাসপাতালে ইসরাইলি হামলা, সাংবাদিকসহ নিহত ২
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্স হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক সাংবাদিকসহ আরও একজন নিহত হয়েছেন। ওই সাংবাদিকের নাম হাসান এসলাইহ। মঙ্গলবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাজার সরকারি মিডিয়া অফিস। হাসান ওই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। বার্তা সংস্থা এএফপির ফুটেজে দেখা যায়, হাসপাতাল থেকে ধোঁয়া উঠছে। উদ্ধারকর্মীরা টর্চের আলোয় ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছেন। এ খবর দিয়েছে আল জাজিরা। এতে বলা হয়, আবু ঘালি নামের এক হাসপাতাল কর্মী বলেন, এখানে বেসামরিক নাগরিকদের সেবা দেয়া হয়। হাসান ‘আলম ২৪ নিউজ এজেন্সির ’ পরিচালক ছিলেন। এছাড়া আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোতেও তার অবদান ছিলো। ইসরাইল অবশ্য দাবি করেছে, হাসান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য। আরও দাবি করে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামাসের হামলায় অংশগ্রহণ করেন হাসান। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিন, গাজা ও লেবাননে কমপক্ষে ১৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস ওই সংখ্যা ২১৫ বলে জানিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, ইসরাইলি বেসামরিক নাগরিক ও সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য ওই হাসপাতালটি ব্যবহার করছিলো হামাস। এদিকে বার বার হাসপাতাল লক্ষ্য করে হামলা চালানোয় নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ক্রমাগত হাসপাতালগুলোকে লক্ষ্য করে আসছে ইসরাইল। যদিও ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের অধীনে স্বাস্থ্যসেবা, চিকিৎসাকর্মী ও রোগীদের লক্ষ্য করে হামলা চালানো অবৈধ। গাজার কর্মকর্তাদের মতে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে কমপক্ষে ৩৬টি হাসপাতালে হামলা চালিয়েছে তেল আবিব।