বিশ্বজমিন
চেন্নাই বিমানবন্দরে দুবাইগামী বিমানের জরুরি অবতরণ
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৮:৪৬ অপরাহ্ন

যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান। ঘটনাটি ঘটেছে গত রোববার (১১ মে)। ওইদিন সকালে ভারতের চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে৫৪৩। এভিয়েশন এ টু জেড এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুসারে, স্থানীয় সময় সকাল ১০টা ৪৪ মিনিটে উড্ডয়নের পর কারিগরি সমস্যার কথা বুঝতে পেরে জরুরি অবতরণের সংকেত পাঠান পাইলট। এরপর চেন্নাই বিমানবন্দরের কর্তৃপক্ষ জরুরি প্রোটোকল সক্রিয় করে রানওয়ে-২৮ এ বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। আকাশে অল্প সময় থেকেই সকাল সোয়া ১১টায় বিমানটি নিরাপদ অবতরণ করে। এতে ২৬৮ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মোট ২৮০ জনের সবাই বড় কোনো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। মাত্র ৯০ মিনিটের মধ্যে ত্রুটি সমাধান করে কারিগরি দল। পরে দুপুর ১২টা ৪০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে এমিরেটস এয়ারলাইন্সের ওই ফ্লাইট। পুরো সময় যাত্রীরা বিমানেই অবস্থান করেছেন। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা করেছে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ।