ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ভোলাহাটে ভিডব্লিউবি আবেদন নিয়ে ভোগান্তি চরমে

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির অনলাইন আবেদনে সার্ভার সমস্যার কারণে আবেদনকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবান আবেদনের সময় শেষ হয়েছে। বারবার চেষ্টা করেও আবেদন সম্পন্ন করতে পারেননি তারা।
জানা গেছে, সামাজিক নিরাপত্তামূলক খাদ্য সহায়তা কর্মসূচি আওতায় ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নে ৪৯০ জন, গোহালবাড়ী ইউনিয়নের ৪৮০ জন, দলদলী ইউনিয়নের ৫৩১ জন ও জামবাড়ীয়া ইউনিয়নের ৩১৭ জনকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল দেয়া হবে। ২০-৫০ বছর বয়সী স্বামী পরিত্যক্তা বা বিধবা নারী, কর্মক্ষম পুরুষহীন পরিবারে বসবাসরত নারী, হতদরিদ্র পরিবারভুক্ত নারী, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন নারী ও উপার্জনহীন অসহায় বা বৃদ্ধা নারীরা আবেদন করতে পারবে।  গত ৬ মে থেকে ১২ মে পর্যন্ত ভোলাহাট ইউনিয়নে ২০৭টি, গোহালবাড়ী ইউনিয়ন ২৫টি, দলদলী ইউনিয়নে ৭টি ও জামবাড়ীয়া ইউনিয়নে ১৩২টি আবেদন অনলাইন করা হয়েছে।
সদর ইউনিয়নে গিয়ে দেখা যায়, নারী আবেদনকারীরা দীর্ঘ সময় থেকে বসে আছেন। কিন' সার্ভারে বারবার টাইম আউট বা ডাউন দেখানোর কারণে আবেদন গ্রহণ সম্ভব হচ্ছেনা। আবেদন করতে আসা সাহেলা খাতুন বলেন, দু’দিন ধরে আসছি। কিন' আবেদন জমা দিতে পারছি না। সবাই বলে সার্ভার সমস্যা। সদর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রবিউল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে আবেদন করা যাচ্ছেনা। আমার কাছে এখনো সাড়ে তিনশত আবেদন জমা হয়ে আছে। আবেদনকারীরা এসে ঘুরে যাচ্ছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) পঙ্কজ কুমার দাস বলেন, সার্ভার সমস্যার কারণে অনলাইনে আবেদন করতে সমস্যা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ১২ মে আবেদনের শেষ সময় থাকলেও আবেদনের সময় বাড়ানো হবে।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status