বিশ্বজমিন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক ঘটনা: ভারত
মানবজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৯:৩৫ অপরাহ্ন

বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেজনক ঘটনা বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রলায়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ওই সাংবাদিক তার কাছে জানতে চান বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এ বিষয়ে আপনি কী বলবেন। জবাবে জয়সোয়াল বলেন, গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনে। সঙ্গত কারণেই এটি এক উদ্বেগজনক ঘটনা। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিক কারণেই উদ্বিগ্ন। কারণ, এর মধ্যদিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশে রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে। জয়সোয়াল এই প্রসঙ্গে ভারতের পুরোনো মনোভাব স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা চাই, বাংলাদেশে দ্রুত সুষ্ঠু, অবাধ ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। গত শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিন নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
পাঠকের মতামত
টেনশন লইসনা টেনশন লইসনা, পাকিস্থান ৭২ ঘন্টা সময় দিছে এর মধ্যে সিন্ধু নদের পানি না দিলে আগেরবার তবু অল্পের মধ্যেই মাপশাপ করছে, এবার কিন্তু একেবারে তোলায় দিবে !
ভারত একটা সুপার পাওয়ার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। সেই ভারতের আশীর্বাদপুষ্ট দল বাংলাদেশ আওয়ামী লীগ। এত আশীর্বাদ পেয়েও এবং প্রায় ৩০০ আসনে জয়লাভ করেও আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে পারলো না, বরং দেশ ছেড়ে পালিয়ে গেল। এভাবে আওয়ামী লীগ ভারতের মানসম্মান ইজ্জত ধূলায় মিশিয়ে দিয়েছে। বাংলাদেশের জনগণ এটা কোনভাবেই মেনে নিতে পারে না। ভারতের সম্মান রক্ষার্থে তাই বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কাজেই ভারত মুখে যাই বলুক আসলে তারা খুশি হয়েছে।
নিজের চরকায় তেল দেন আর নিজের দেশে সাম্প্রদায়িকতা বন্ধ করুন।
রান্না হয় বাংলায় রান্না পোঁড়া গন্ধ লাগে দিল্লিতে,প্রয়োজনে যারা BALএর দালালি করবে তাদেরও নিষিদ্ধ করা হবে।
দূরে গিয়া মর, কাছে মরলে দুর্গন্ধ বেরুবে।
It is completely an internal affair of an independent and sovereign country. Who is India to poke a nose about it?
আওয়ামিলীগকে ভারত পিঁয়াজ, টিকা, পানি সহ অনেক কিছুই না দেয়া তে এদেরকে নিষিদ্ধ করেছে এদেশের মানুষ। আপনাদের উদ্বিগ্নতার জন্য ধন্যবাদ। দয়া করে নিজের চরকায় তেল দিন।
ভারত যে 'উদ্বেগ' প্রকাশ করছে, তা নিছক কপটতামাত্র! বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাজনীতিতে আজকে যেই অস্থিরতা, তার মূল হোতা স্বয়ং ভারত। আওয়ামী লীগকে ক্ষমতায় ধরে রাখতে গোয়েন্দা সংস্থা RAW-এর হস্তক্ষেপ, নির্বাচনে ভারতীয় মদদ, এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় অনধিকার চর্চা—এগুলোই ভারতের আসল চেহারা! ভারত আজ “বাংলাদেশ আওয়ামী লীগকে” - পরিণত করেছে “আওমী-র” তে।
Thank the interim govt. for banning Awami League. Decision was fully justified !
যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন দেশের জনগণ এবং বিরোধী রাজনীতিবিদদের উপর নির্যাতন ও গুম খুন করেছেন তখন তাদের এই দরদ কোথায় ছিল
দাদা আপনাদের রাফাল বিমানে তৈল দিন
Dada Ranodhir, you are having extreme crisis in your own Nation ,try to solve them,never try to poke your nose in another country's internal affairs .