বিশ্বজমিন
রাঙামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
রাঙামাটি প্রতিনিধি
১৪ মে ২০২৫, বুধবাররাঙ্গামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা, রাঙ্গামাটি জেলা শাখা। মঙ্গলবার দুপুরে শহরের বনরুপা থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ কাযালয় ঘেরাও করে সেখানে ২ ঘন্টাব্যাপী সমাবেশ করে বিক্ষোভকারীরা।
শহিদুল ইসলাম শাফির সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- ইরফানুল হক, সর্বজিত চাকমা, ইমাম হোসেন ইমু, হারুন ইবনে আব্দল খালেদ, তানিম ইবনে ইয়ম, সায়েদা খাতুন,মো আব্দুল্লাহ ও মো রাকিব উদ্দীন। সমাবেশে বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে রাঙ্গামাটিতে ফ্যাসিবাদের মূর্তি অপসারনের দাবী জানিয়েছেন অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে আন্দোলনকারীরা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের ৩ মাস ২০ দিন পর গত বছরের ২৫ নভেম্বর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ডেকে রাখা হয়।