ঢাকা, ১৪ মে ২০২৫, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

আলোচনার মধ্যেই ইরানকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

মানবজমিন ডেস্ক

(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৭:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে বনিবনা হচ্ছেনা যুক্তরাষ্ট্রের। চলছে চাপা উত্তেজনা। এরমধ্যেই তেহরানের বিরুদ্ধে তেহরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো ওয়াশিংটন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেয়া নতুন কোনো বিষয় নয়। এর আগে তেহরানের তিন নাগরিক এবং দেশটির প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থার সঙ্গে সম্পর্কিত একটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। ইরান তার পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্য হারে সম্প্রসারণ করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

এক বিবৃতিতে তিনি বলেন, পারমাণবিক অস্ত্র ও পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য দ্বৈত-ব্যবহার গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে ইরান। তিনি বলেন, ইরানই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র নেই, তবে  দেশটিতে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। এই স্তরটি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে নির্ধারিত সর্বোচ্চ ৩ দশমিক ৬৭ শতাংশের অনেক বেশি। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ সমৃদ্ধকরণ প্রয়োজন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৫সালের ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। প্রসঙ্গত গত মাস থেকে পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্যা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত করতে চুক্তিতে রাজি করানো। এ পর্যন্ত এ বিষয়ে চার দফা বৈঠক করেছে উভয়। তবুও তাদের মধ্যে কোনো সমঝোতা হয়েছে বলে মনে হচ্ছে না। উল্টো সর্বশেষ বৈঠকের পর দুই দেশের মধ্যে বেড়েছে চাপা উত্তেজনা ।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status