বাংলারজমিন
রংপুরে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৬ মে ২০২৫, শুক্রবারবিড়ি শিল্পের ওপর থেকে শুল্ক ও অগ্রিম আয়কর প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গতকাল নগরীর সুরভী উদ্যানের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের রংপুর অঞ্চলের সভাপতি আমিন উদ্দিন বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলু, তারিক হোসেন, নাজিম উদ্দিন, আব্দুল গফুর, শামীম ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিড়ি তৈরি একটি কুটির শিল্প হিসেবে পরিচিত ছিল। বৃহত্তর রংপুর অঞ্চলের কয়েক লাখ সুবিধাবঞ্চিত শ্রমিক বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই শিল্পকে ধ্বংস করতে বিদেশি সিগারেট কোম্পানিগুলোকে নানা সুযোগ-সুবিধা দিয়েছে। ফলে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা অসংখ্য কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছে। বিড়ি শিল্প রক্ষার্থে আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক প্রত্যাহার এবং বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে বিড়ি শ্রমিকদের কল্যাণে সামাজিক ও স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা। দাবিগুলো হলো- বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা এবং জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি ও সিগারেট প্রতিরোধ কমিটি গঠন করা।