বাংলারজমিন
আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৬ মে ২০২৫, শুক্রবারগত ১৬ই এপ্রিল ‘নোয়াখালীতে যেভাবে চলছে আওয়ামী লীগ নেতার ইটভাটার অবৈধ কার্যক্রম’Ñ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রশাসন। নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেনÑ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সর্দার জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১২৭৪/২০২৫ মোতাবেক ইটভাটা বন্ধের আদেশের প্রেক্ষিতে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর, কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মেসার্স বামনীয়া ব্রিক্স ম্যানুফ্যাকচারিং ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন-২০১৯’র আলোকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিত নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করার অপরাধে ইটভাটার কিলন ও চিমনী ভেঙে গুঁড়িয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হাসান সজীবসহ অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ, সেনা সদস্যগণ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহযোগিতা করেন। অভিযোগ রয়েছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নের ঘনবসতিপূর্ণ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেসার্স বামনী ব্রিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে ইটভাটা চালাতেন আওয়ামী লীগ নেতা ছিদ্দিক উল্যাহ ভুট্টু। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) সদস্য।