বাংলারজমিন
নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড ৮ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৬ মে ২০২৫, শুক্রবারনারায়ণগঞ্জের রূপগঞ্জে চাল ব্যবসায়ীকে হত্যার দায়ে দু’জনের মৃত্যদণ্ড ও আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের মৃত নুরুল হকের ছেলে মিলন মোল্লা ও কালীগঞ্জের মর্তুজাবাদ এলাকার আব্দুল্লাহর ছেলে সজীব। অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন- রূপগঞ্জের মো. বুরুজ মেম্বারের ছেলে মো. আলম মিয়া, মো. বজলুর রহমানের ছেলে মো. জোবায়ের রহমান, ইব্রাহীমের ছেলে মোজাম্মেল হক, মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, মো. আফসার উদ্দিনের ছেলে মো. আব্দুল হক, আব্দুর ছেলে মো. বাবুল মিয়া, হানিফ মোল্লার ছেলে লস্কর আহমেদ জীবন ও মৃত আসলামের ছেলে রহমত আলী। এদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০০৯ সালের ২০শে আগস্ট রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামের একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘদিন এ মামলাটি বিচারিক আদালতে চলমান অবস্থায় সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করেন আদালত। রায়ে দুইজনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ একজনকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।