ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ভূমিদস্যু টিএমএসএস’র হাত থেকে বাঁচতে চায় চাঁদমুহাবাসী

ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
১৭ মে ২০২৫, শনিবার
mzamin

‘টিএমএসএস’র প্রধান নির্বাহী হোসনে আরা একজন মামলাবাজ। ভুয়া দলিল তৈরি করে অন্যের জায়গা-জমি, সরকারি সম্পত্তি, নদীসহ বিভিন্ন জলমহাল অন্যায়ভাবে দখল করে আসছেন। তার ভূমি দস্যুতার বিরুদ্ধে কেউ কথা বললেই মামলায় ফাঁসিয়ে দেয়া নিত্যনৈমিত্তিক কাজ। আমরা চাঁদমুহা হারিপুরবাসী মামলাবাজ ওই এনজিও এবং তার প্রধান নির্বাহী হোসনে আরার হাত থেকে বাঁচতে চাই।’ বগুড়া সদর উপজেলার চাঁদমুহা হরিপুর এলাকার একটি জলমহালকে কেন্দ্র করে গ্রামের মাথা মুুরুব্বিদের নামে মামলা দেয়ার প্রতিবাদে মানববন্ধন থেকে এসব কথা বলেন বিক্ষুব্ধ গ্রামবাসী। গতকাল সকালে ওই গ্রামের কয়েকশ’ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেন। ওই গ্রামের হারুনার রশিদ, গোলাম মোস্তাফা, জিয়াউর রহমান মানবজমিনকে বলেন, চাঁদমুহা এলাকার একটি জলমহাল আমরা চাঁদমুহা দক্ষিণপাড়া ও পশ্চিমপাড়া মৎস্যজীবী সমিতি দীর্ঘদিন ধরে সরকারের থেকে ইজারা নিয়ে ভোগ দখল করে আসছি। আমরা প্রতিবছর সরকারি সব শর্ত পূরণ করে নির্ধারিত অর্থ যথাযথভাবে প্রদান করে আসছি। হঠাৎ বগুড়ার একটি এনজিও টিএমএসএস সরকারি জলমহালটি তাদের দাবি করে।

 তারা কিছু মিথ্যা, বানোয়াট দলিল তৈরি করে। সেই ভুয়া দলিলমূলে তারা জলমহালটি দখল করার জন্য পাঁয়তারা করে আসছে। আমাদের ইজারাকৃত জলমহালটি দখল করতে না পেরে ২০১৯ সালে গ্রামের প্রায় সব মানুষের নামের মিথ্যা মামলা দেয় এনজিওটি’র পক্ষে আইন ও মামলা শাখার ডেপুটি সিনিয়র সুপারভাইজার সাইফুল ইসলাম। ওই মামলায় গ্রামের বয়স্ক ব্যক্তি, হাজীসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে আসামি করা হয়েছে। তারা জানান, মামলার পর থেকে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এনজিওটির পক্ষ থেকে। কিছুদিন ধরে মামলার হাজিরা দিতে আদালতে আসতে হচ্ছে। বছরের পর বছর মামলাটি ঝুলে আছে আদালতে। গ্রামবাসীর অভিযোগ, হোসনে আরার লম্বা হাতের ক্ষমতায় মামলাটিকে দীর্ঘায়িত করা হচ্ছে। 

জলমহালটি তাদের দাবি করে তৈরি করা ভুয়া দলিল আদালতে প্রমাণ হলেই বিষয়টি পরিষ্কার হবে। এজন্য তিনি মামলাকে নানাভাবে দীর্ঘায়িত করছেন। ফলে ওই গ্রামের এসব সহজ-সরল মানুষগুলোর হয়রানি কাটছে না। মানববন্ধন থেকে তারা মামলাবাজ এনজিওটির হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। গ্রামবাসী মনে করেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর এনজিওটি বর্তমান সরকারের কাছে মিথ্যাভাবে ভালো সাজতে পারবে না। সরকার যদি ওই এনজিওটি অপকর্ম সম্পর্কে অনুসন্ধান শুরু করে তাহলে থলের বিড়াল বেড়িয়ে আসবে বলে তারা মনে করেন। বিষয়টি নিয়ে ‘টিএমএসএস’র প্রধান নির্বাহী হোসনে আরা বেগমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status