বিশ্বজমিন
আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩২ অপরাহ্ন

গাজা উপত্যকায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল বাহিনী। শনিবার দিনভর হামলা চালিয়ে এই বর্বর হত্যাযজ্ঞ চালায় দখলদার বাহিনী।
ওয়াফা সংবাদ সংস্থার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার গাজা জুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে শুক্রবার অন্তত ১০০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরাইল। শনিবার এক বিবৃতিতে একথা জানায় ইসরাইলি সেনাবাহিনী।
ওই বিবৃতিতে বলা হয়, গাজা জুড়ে ইসরাইলি এসব হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হামলায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশাপাশি তাদের ব্যবহৃত টানেল এবং অবকাঠামো এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছিল।