ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

নতুন প্রেমে মজেছেন এলিজাবেথ হারলি

মানবজমিন ডেস্ক

(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ২:১৬ অপরাহ্ন

mzamin

৫৯ বছর বয়সী বৃটিশ অভিনেত্রী এলিজাবেথ হারলি আর ৬৩ বছর বয়সী আমেরিকান গায়ক বিলি রে সাইরাস বিশ্বকে চমকে দিয়ে নিজেদের প্রেমের কথা প্রকাশ করেছেন। এবার প্রথমবারের মতো যুগল রূপে হাজির হলেন রোমে এক অভিজাত ভ্যালেনটিনো অনুষ্ঠানে। স্মরণীয় সেই সন্ধ্যায় এলিজাবেথ পরেছিলেন চোখধাঁধানো গোলাপি গাউন। তাতে ছিল অনেক নিচু করে গলা নামানো ডিজাইন। এতে তার শরীরের ওপরের অংশ অনেকটাই অনাবৃত হয়ে পড়ে। লন্ডনের অনলাইন ডেইলি মেইল লিখেছে, এ পোশাকে তার রূপ যেন অনন্য দীপ্তিতে ঝলমল করছিল। সঙ্গে ছিল রূপালি গয়না, সাহসী মেকআপ, আর ঢেউ খেলানো ক্যারামেল রঙের চুল। অন্যদিকে বিলি রে সাইরাস তার স্বভাবসুলভ কাউবয় স্টাইলে ধরা দেন- চোখে তার রোদচশমা, গায়ে চকমকে বোতামে সাজানো কালো স্যুট, আর পায়ে কুমিরের চামড়ার বুট ও মাথায় কাউবয় হ্যাট। এ সময় এ যুগলের সঙ্গে ছিলেন এলিজাবেথের ছেলে ডেমিয়ান হারলি (২৩)। তিনি চোখে পড়ার মতো লাল স্যুট ও খোলা সিল্কি শার্টে নজর কাড়েন। 

উল্লেখ্য, এলিজাবেথ ও বিলির প্রেমের বীজ রোপিত হয় ২০২২ সালের ছুটির ছবি ‘ক্রিসমাস ইন প্যারাডাইস’-এর সেটে। মাঝে দীর্ঘ সময় তাদের যোগাযোগে ছিল না। কিন্তু ২০২৪ সালে বিলির দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এলিজাবেথ তাকে একটি সান্ত্বনাসূচক বার্তা পাঠান। তাতে লেখেন, ‘দেখলাম সময়টা তোমার জন্য কঠিন যাচ্ছে। মনে রেখো, আমি আছি তোমার পাশে।’

বিলি জানান, তিনি তখন এতটাই ভেঙে পড়েছিলেন যে জীবনকে আর সম্ভব বলেই মনে হচ্ছিল না। কিন্তু সেই সময় এলিজাবেথের হঠাৎ পাঠানো বন্ধুত্বপূর্ণ বার্তা তাকে নতুন করে হাসতে শেখায়। বিলি রে বলেন, ‘সে এমন একজন, যার সঙ্গে দেখা হলেই আমি হেসে উঠি’। ইনস্টাগ্রামে এই যুগলের রোমান্টিক ছবি ভাইরাল হওয়ার পর ভক্তরা চমকে উঠলেও, হারলির ছেলে ডেমিয়ান মন্তব্য করেন- ছেলের পূর্ণ সমর্থন তাদের প্রেমে। 

সূত্র জানায়, বিলি তার প্রেমিকা হারলির ৬০তম জন্মদিনে একটি বিলাসবহুল সারপ্রাইজ পরিকল্পনা করছেন- প্রাইভেট জেট, ক্যারিবিয়ান দ্বীপ নেভিসে সফর, আর লাল গোলাপ দিয়ে অভ্যর্থনা। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এলিজাবেথকে নিয়ে বিলি মোহাচ্ছন্ন। সে মনে করে, এই ভালোবাসার সুযোগ তার জীবনে এক আশীর্বাদ। এমনকি, ভবিষ্যতে বিয়েও হতে পারে।

বিলি রে সাইরাস ২০২২ সালে তার দীর্ঘ ২৮ বছরের সংসার জীবন ভেঙে ফেলেন স্ত্রী টিশ-এর সঙ্গে বিচ্ছেদের মাধ্যমে। এরপর গায়িকা ফায়াররোজ-এর সঙ্গে ছোট এক সম্পর্ক হলেও ২০২৪ সালের মে মাসে তার সঙ্গেও ছাড়াছাড়ি হয়। এই দুঃসময়ের মাঝেই এলিজাবেথের বার্তা যেন আশার আলো হয়ে আসে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status