বিশ্বজমিন
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১৪, যুক্তরাষ্ট্রের নীরবতাকে দায়ী করলেন জেলেনস্কি
মাবজমিন ডেস্ক
(৪ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৯:১১ অপরাহ্ন

ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতভর চালানো রাশিয়ার হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা কয়েক ডজন। যুদ্ধ শুরুর পর থেকে এক রাতে এবারই বহু সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালালো মস্কো। ২০২২ সালে হামলার পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলার পরদিনই ওই হামলা চালানো হয়েছে। এদিকে রাশিয়ার ক্রমবর্ধমান হামলার জন্য যুক্তরাষ্ট্রের নীরবতা দায়ী বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, এখনও যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হননি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন রাশিয়াকে থামাতে পুতিনের ওপর শক্তিশালী চাপ দেয়া প্রয়োজন। জেলেনস্কি বলেছেন, শক্তিশালী চাপ ব্যাতীত রুশ নেতৃবৃন্দকে এমন নিষ্ঠুরতা থেকে নিবৃত করা যাবেনা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীরবতাকে দায়ী করেছেন তিনি। বলেছেন, আমেরিকার নীরবতা কেবল পুতিনকে উৎসাহিত করতে থাকবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেছে রাশিয়া। এ সময়ের মধ্যে ইউক্রেনের ২০ শতাংশ ভূমি দখলে নিয়েছে মস্কো। যার মধ্যে ক্রিমিয়াও রয়েছে। এটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি উপদ্বীপ। যা ২০১৪ সালে নিজেদের সঙ্গে সংযুক্ত করে রাশিয়া।