বিশ্বজমিন
মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু না করতে সতর্ক করলো যুুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৩ জুন ২০২৫, শুক্রবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন
মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু না করতে ইরানকে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন,ইসরাইলের হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তাই হামলার জবাবে যাতে মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু না করা হয় সে বিষয়ে সতর্ক করেছেন তিনি। বলেছেন, আমি স্পষ্ট করে বলছি, মার্কিন কর্মকর্তাদের টার্গেট করা বা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি কোনো কাজ করা ইরানের উচিত হবে না। রুবিও আরও বলেছেন, ইসরাইল আমাদেরকে জানিয়েছে তাদের আত্মরক্ষার জন্য ওই পদক্ষেপ নেয়া প্রয়োজন ছিলো। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন আমাদের সেনাদের রক্ষায় সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন এবং আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এদিকে হামলার সংবাদে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য ৩ ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। রোববার ওমানে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ছয় দফায় আলোচনায় বসার কথা ইরান ও যুক্তরাষ্ট্রের। তবে আলোচনার অগ্রগতি নিয়ে অনেকে এখন সন্দিহান। বৃহস্পতিবার ইসরাইল ইরানে হামলা করতে পারে বলে সতর্ক করেন ডনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে শান্তিপূর্ণ সমাধানে তার আশা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিচ্ছিলো যে, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে ইসরাইল। মার্কিন কর্মকর্তারা কয়েক দিনের মধ্যে ইসরাইলি হামলার বিষয়ে সতর্ক করেন। এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবেলা করার পরিকল্পনা করছে। এছাড়া সেখান থেকে বেসামরিক মার্কিন নাগরিকদের সরিয়ে নেয়ারও পরিকল্পনা করা হচ্ছে।
পাঠকের মতামত
America Israel diye Iran e hamla koriyese