বাংলারজমিন
পটুয়াখালীতে সৎমা ও দাদিকে গলা কেটে হত্যা
পটুয়াখালী প্রতিনিধি
১৪ জুন ২০২৫, শনিবারপটুয়াখালীর পল্লীতে সৎমা সাহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবি (১২৫) কে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেছে আল-আমিন (২৭) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক। গতকাল দুপুর ১টার দিকে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই পালিয়ে গেছে ওই যুবক। আল-আমিন ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে আল-আমিন তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। পরে তাকে ৩-৪ দিন আগে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসা হয়। তাকে পাবনা মানসিক হাসপাতালে প্রেরণের জন্য দুপুরে তার বড় ভাই পরিচয় পত্রের জন্য মহিলা ইউপি সদস্যের কাছে যান। আর তার পিতা কাজের উদ্দেশ্যে অন্যত্র চলে যান। এ সুযোগে আল-আমিন তার সৎমা ও দাদিকে ঘরে একা পেয়ে ধাড়ালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পটুয়াখালী সদর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।