বিশ্বজমিন
ইরানে হামলা: ইসরাইলের কঠোর নিন্দা চীনের
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৪ জুন ২০২৫, শনিবার, ৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৬ অপরাহ্ন

ইরানে ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। এ হামলাকে ইরানের ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে অভিহিত করেছে দেশটির জাতিসংঘ প্রতিনিধি ফু কং। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে কয়েক ঘণ্টা আগে তিনি এ মন্তব্য করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তিনি বলেন, এই পরিস্থিতির ফলে ইরানের পারমাণবিক আলোচনার উপর যে নেতিবাচক প্রভাব পড়ছে, তা নিয়ে ‘চীন গভীরভাবে উদ্বিগ্ন’। তিনি ইসরাইলকে সকল সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান, যাতে উত্তেজনা আরও না বাড়ে। ফু আরও বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে পূর্ণভাবে সম্মান জানাতে হবে। উল্লেখ্য, ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার চীন, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে। এ বছর মার্চে ইরান ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের বেইজিংয়ে স্বাগত জানায় চীন। সেখানে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হয় এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।