ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কুষ্টিয়ায় বৃটিশ আমেরিকান টোব্যাকোতে শ্রমিকদের কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ জুন ২০২৫, সোমবার

দেশের বহুজাতিক কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের শ্রমিকরা ১২ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন। গতকাল সকাল ৬টা থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে লিফ ফ্যাক্টরির গেটের সামনে কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
শাওন নামের এক শ্রমিক বলেন, আমরা বৈষম্যের শিকার। মৌসুমি শ্রমিক হিসেবে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বিএটিতে শ্রমিক হিসেবে প্রায় এক হাজার ২০০ জন কাজ করি। ১২ দফা দাবি আদায়ে রোববার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করছি। অনেক আগে থেকেই আমরা আমাদের ন্যায্য দাবি পূরণের জন্য জানিয়েছি। কিন্তু আমাদের দাবি মানা হয় না। দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কর্মবিরতি পালন করা রাতুল ও চয়ন বলেন, আমরা প্রতি মাসে সাড়ে ১০ হাজার টাকা বেতন পাই। প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করি। এই বেতনে আমাদের সংসার চলে না। আমরা অনেক কষ্ট করি। আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। 
তাদের দাবিগুলো হলো- সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা দিতে হবে। প্রতি বছর বেতন ২০% হারে বাড়াতে হবে। বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে। সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে ১৬ ঘণ্টা ওভারটাইম দিতে হবে। ফুল সেট মানসম্মত ২ সেট পোশাক দিতে হবে। নাইট অ্যালাউন্স দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচসহ চিকিৎসা চলাকালীন সময়ের বেতন দিতে হবে। সকল শিফটে মানসম্মত নাস্তা দিতে হবে। পরবর্তী সিজনে চাকরির নিশ্চয়তা দিতে হবে। সিজন শেষে ৪ মাসের বেতনের সমপরিমাণ খোরাকি দিতে হবে। গত ২৪/০৪/২০২৫ তারিখ হতে বেতন প্রদান করতে হবে। কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করার সুযোগ দিতে হবে।

এ বিষয়ে জানতে মেসার্স মতিয়ার রহমান নামের ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তারুজ্জামান আকতারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম বলেন, ঈদের পর আজকে অফিস চালু হয়েছে। শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এদিকে বিএটি  বাংলাদেশ তাদের জনসংযোগ এজেন্সির মাধ্যমে জানায়, কুষ্টিয়ার গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্টে তৃতীয় পক্ষের ঠিকাদারদের মাধ্যমে নিযুক্ত অস্থায়ী শ্রমিকদের সাম্প্রতিক দাবির বিষয়ে বিএটি বাংলাদেশ অবগত। এই শ্রমিকদের সঙ্গে আমাদের সরাসরি কোনো নিয়োগ সম্পর্ক নেই। আমরা প্রত্যাশা করি যে সংশ্লিষ্ট পক্ষরা দায়িত্বশীলভাবে এবং দেশের প্রযোজ্য আইনের আলোকে বিষয়টির সমাধান করবেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status