ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ফেনীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা ছেলের পর মারা গেলেন মা

ফেনী প্রতিনিধি
৩০ জুন ২০২৫, সোমবার

ফেনীতে সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে পড়া সিএনজিচালিত অটোরিকশাতে ট্রেনের ধাক্কায় ছেলের পর মারা গেছেন মা। শনিবার রাতে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী রেলস্টেশনে রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক ইকবাল হোসেন। 
নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের মিয়াজি বাড়ির হারেস আহম্মেদের ছেলে হাফেজুল ইসলাম (৪২) ও তার মা ফাতেমাতুজ জোহরা (৬২)। হাফেজুল ফেনীর একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তার মা বড় মেয়ের কাছে যুক্তরাজ্যে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, প্রবাসী মাকে ডাক্তার দেখাতে নোয়াখালী নিয়ে যান বড় ছেলে হাফেজুল ইসলাম। মাকে ডাক্তার দেখিয়ে রাতে বাড়ি ফিরছিলেন তারা। শনিবার রাত ৮টার দিকে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি ট্রাংকরোড থেকে সদর হাসপাতাল মোড়ে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি ফেনী শহরের রেলগেট গোডাউন কোয়ার্টার এলাকায় সিগন্যাল অমান্য করে রেলপথের উল্টো পাশে উঠে আটকে যায়। একপর্যায়ে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার একপাশ থেকে ছেলে ও অপর পাশ থেকে মা নেমে গেলেও মাকে বাঁচাতে গিয়ে মা-ছেলে দু’জনে ট্রেনের ধাক্কা লেগে গুরুতর আহত হন। 
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছেলে হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। নিহত হাফেজুল ইসলামের ছোট ভাই রিয়াজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে এসে মা ফাতেমাতুজ জোহরাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাই। সেখান থেকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে যাই। হাসপাতালে ঢোকার কিছুক্ষণ পরই রাত ১২টার দিকে মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গেইটম্যান মোহাম্মদ বাবু বলেন, গেট বন্ধ থাকার পরও নির্দেশ অমান্য করে রং সাইড দিয়ে অনেক গাড়ি রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে যানজটের সৃষ্টি হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের উপর উঠে আটকে যায়। বারবার সরাতে চেষ্টা করেও ব্যর্থ হই। একপর্যায়ে ট্রেনটিকে লাল সিগন্যাল দিয়ে থামাতে চাইলেও কম দূরত্বের কারণে থামানো সম্ভব হয়নি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অটোরিকশার চালককে ধরে পুলিশে হস্তান্তর করা হয়। 
ফেনী জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) রায়হান উদ্দিন বলেন, ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের একজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনের মাথা ও পায়ে মারাত্মক জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রেলওয়ে পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, নিহত দু’জনের মরদেহ স্বজনদের চাহিদার প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status