ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সিলেটে ৩০ কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

নগরীর কদমতলী পয়েন্টে ‘আওয়ামী দোসর’ ট্যাগ দিয়ে প্রায় ৩০ কোটি টাকার মৌরসি সম্পত্তি জবর-দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সিলেট বিএনপি’র সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহ-সভাপতি বেলাল আহমদের বিরুদ্ধে। ৫ই আগস্টের পর পটপরিবর্তনের সুযোগে গত ২৮শে মার্চ তিনি ওই এলাকার একটি মার্কেটসহ ৮৪ শতক জায়গা দখল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সম্পত্তির মালিকপক্ষ। এ ছাড়াও তিনি জায়গার প্রকৃত মালিককে রাজনৈতিকভাবে ঘায়েল করতে এক সময়ের ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিলেট মহানগর ২৬নং ওয়ার্ড বিএনপি’র নির্বাহী সদস্য তাজুল ইসলাম টিপুকে বানিয়েছেন ‘আওয়ামী লীগের দোসর’। গতকাল সিলেট জেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম টিপুর মা সুনারা বেগমের পক্ষে পুত্রবধূ ফারজানা আক্তার বাবলী। সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। সংবাদ সম্মেলনে তিনি বলেন- বেলাল আহমদ তার দলীয় ক্ষমতার অপব্যবহার করে গত ২৭শে মার্চ আমার ছেলেকে ‘আওয়ামী লীগের দোসর’ ট্যাগ দিয়ে তার উপস্থিতিতে তাদের বাড়ি থেকে টিপু ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। ৫ই আগস্টের পর পটপরিবর্তনের সুযোগে গত ২৮শে মার্চ তিনি তাদের মার্কেটসহ ৮৪ শতক জায়গা দখল করার চেষ্টা করেন। বেলাল আহমদ তার ছেলেকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে ‘আওয়ামী লীগের দোসর’ বলে প্রচার করছেন। গত ২৮শে মার্চের ঘটনায় তাজুল ইসলাম টিপু বক্স অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারায় একটি মামলা করেন। এই মামলায় আসামি করা হয় মদিনা মার্কেট এলাকার নিবাস সি-২০ নম্বর বাসার মৃত মাহমদ আলীর ছেলে আবদুল মনির ও আবদুল মুমিন এবং নগরীর নবাব রোডের মৃত আবদুল গফফারের ছেলে সিলেট বিএনপি’র সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহ-সভাপতি বেলাল আহমদকে। এই মামলায় আদালত দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং আসামিদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আগামী ১১ই আগস্ট সরজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গত ২৪শে জুন দুপুরে আমার ছেলে টিপু মার্কেটে গেলে খবর পেয়ে সিলেট বিএনপি’র সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহ-সভাপতি বেলাল, ৫নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি লখন আহমদ ও তাদের সন্ত্রাসী বাহিনী এসে টিপু বক্সসহ স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করে এবং তারা মার্কেট দখলের চেষ্টা করে। তবে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তারা সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করেন। এ ঘটনায় টিপুসহ উভয়পক্ষের লোকজন আহত হন। তারা ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারার আদেশ অমান্য করে এই হামলা করেছে। এই হামলার ঘটনায় উল্টো টিপুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status