বাংলারজমিন
সিলেটে ধোপাগুলে ব্যবসায়ীদের গণঅনশন ও অবস্থান
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবারসিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি কর্মসূচিতে গণঅনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সিলেটের সদর উপজেলার ধোপাগুল শহীদ মিনারে এক গণঅনশন ও অবস্থান কর্মসূচি সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পালন করা হয়। সিলেটের সকল পাথর কোয়ারির ইজারা স্থগিতাদেশ প্রত্যাহার ও ট্রাক শ্রমিকদের হয়রানি ও সকল ক্রাশার মালিকদের ব্যবসার সুযোগ এবং বিদ্যুৎ মিটার পুনরায় ফেরত দেয়ার দাবিতে গণঅনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। সিলেট সদর পাথর স্টোন ক্রাশার মালিক সমবায় সমিতির সভাপতি মো. মন্তাজ আলীর সভাপতিত্বে এবং ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল হকের পরিচালনায় অনশন ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মো. নাজির আহমদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা ট্রাক পিকাপ মালিক গ্রুপের সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি নারায়ণ পুরকায়স্থ ফনি, সিলেট সদর পণ্য পরিবহন মালিক সমিতির সভাপতি ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মুহিবুর রহমান সুলেমান, সিলেট সদর উপজেলা বিএনপি’র সদস্য মামুন আল রশিদ হেলাল, সিলেট সদর পাথর স্টোন ক্রাশার ও বালি ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি শানুর মিয়া, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, ব্যবসায়ী ও ৬নং ফতেগড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য কামরুল ইসলাম, এয়ারপোর্ট থানা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক রাজু আহমদ, সালুটিকর ঘাট পাথর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সিলেট জেলা যুবদলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, জেলা যুবদল নেতা হাফিজুর রহমান, অনি মিয়া, শামীম আহমদ, ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেনÑ কামাল মিয়া, আব্দুল আহাদ, সোনাফর আলী, ইশরাক আলী, হারিস উদ্দিন, আক্তার হোসেন, শাহ জামাল, সেবুল আহমদ, মনসুর আহমদ, কাওছার মিয়া, আতাউর রহমান, জিতু মিয়া, হাবিব মিয়া, মামুন মিয়া, রাজা মিয়া প্রমুখ।