বাংলারজমিন
নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় কুলসুম বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কাশিয়াখালী বেড়িবাঁধ সংলগ্ন মানিকগঞ্জের গোপালখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধা মানিকগঞ্জ সদর থানার রত্নাদিয়া গ্রামের আজিমউদ্দিন বেপারীর স্ত্রী। নিহতের ছেলে বাচ্চু বেপারী জানান, সোমবার সকাল ৮টার দিকে গোপালখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হয় তিনি। পরে মোটরসাইকেল চালকসহ স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক তানভীর হাসান খান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তবুও মানিকগঞ্জ সদর থানাকে অবহিত করা হয়েছে।