বাংলারজমিন
অভিনব কায়দায় লুকানো ইয়াবাসহ আটক ১
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবারকক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নুর আলম (৪৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। গতকাল সকালে কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীলখালী চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘ঝিনুক পরিবহন’ বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ওই পাচারকারীর সঙ্গে থাকা দু’টি সাদা বালতিতে লুকানো এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নুর আলম স্বীকার করেছে যে, সে মুচনি রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা সংগ্রহ করে মহেশখালীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি)।