বাংলারজমিন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ১২ জনের নামে মামলা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারসকল কার্যক্রম বন্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ১২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ মামলাটি রুজু করে। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় মামলাটি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এদিকে, গত ২৩শে জুন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।