বাংলারজমিন
ফেনীতে বিদেশী পিস্তলসহ ২ ছাত্রদল নেতা গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারফেনীতে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ সাবেক দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার পড়েছে যৌথ বাহিনী। রোববার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. দেলোয়ার হোসেন মাসুম (৪২) ও রহমত উল্লাহ (৪৩)। এদের মধ্যে দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও রহমত উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য। দেলোয়ার সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ও রহমত উল্লাহ ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে।
পুলিশ ও যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ফেনী ক্যাম্পের একটি দল। এ সময় একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি, দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোনসহ দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আসামিদের অস্ত্রসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিরা অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ্য হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।