বাংলারজমিন
গাজীপুরে তিন ডাকাত গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবারগাজীপুরের গাছা এলাকায় অভিযান চালিয়ে তিনজন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় গাছা থানাধীন জাঝর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের মাজিশাইল গ্রামের মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার চরমদাখালী গ্রামের সাব্বির হোসেন রাজিব (২৫) ও গাজীপুরর কোমোন গ্রামের শাখাওয়াত ওরফে সৈকত (২৬)। গ্রেপ্তার কাউছার মিয়া ও শাখাওয়াতের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত ২৩ জুন রাত আড়াইটার দিকে গাছা থানাধীন ঈশ্বড্ডা এলাকায় আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানে ১০-১২ জন ডাকাত প্রবেশ করে ১১৩ ব্যাগ প্লাস্টিক কাচামাল (দানা) যার মূল্য অনুমান ৬ লাখ টাকা, ২ লাখ টাকা মূল্যের ৪০টি ডাইস, আইপিএস, ব্যাটারী, মোবাইলসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার সন্ধ্যায় জড়িত তিন ডাকাতকে গাছা থানাধীন জাঝর এলাকা হতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।