বাংলারজমিন
সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারসুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পাচার হয়ে আসা ভারতীয় উন্নত মানের লেহেঙ্গা, শাড়ি সহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি। গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর এলাকার একটি পরিত্যক্ত গোদাম থেকে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ হয়।
সুনামগঞ্জ -২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযানে পরিত্যক্ত গোদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ি সহ সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। তিনি বলেন, এছাড়া গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে।চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।