ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

 ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাঁদের অসামান্য দেশপ্রেম, প্রতিবাদী চেতনা এবং আত্মোৎসর্গ দেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছে। এই মহৎ আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরভাস্বর করে রাখতে এবং তাঁদের জীবনাদর্শ থেকে অনুপ্রাণিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এক অনন্য শিক্ষাবৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। এই শিক্ষাবৃত্তির প্রধান লক্ষ্য হলো শহিদদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো এবং শিক্ষা ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে দেশের মেধাবী, অথচ আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করা। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/প্রতিষ্ঠানসমূহে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সকল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ মোট ২০২৪ জন মেধাবী শিক্ষার্থীকে এই মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত, সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ১লা জুলাই ২০২৫, মঙ্গলবার, সকাল ১১:০০টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের করবী হল-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে “জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়” এর চেক বিতরণের মাধ্যমে মাসব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন।
এই অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম, বিশ্ববিদ্যালয়ের ডিন, উচ্চপদস্থ কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থাকবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই শিক্ষাবৃত্তি শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তাই করবে না, বরং তাদের মধ্যে দেশপ্রেমের গভীর অনুভূতি, সামাজিক দায়িত্ববোধ এবং উন্নত জাতি গঠনে অংশীদারিত্বের অনুপ্রেরণা সৃষ্টি করবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status