বাংলারজমিন
অষ্টগ্রামের কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারকিশোরগঞ্জের অষ্টগ্রামে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিস্টেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ এর আয়োজনে তিনব্যাপী “কৃষি প্রযুক্তি মেলা-২০২৫” শুরু হয়েছে। পরিবেশ বান্ধব চাষপদ্ধতি, কৃষি যন্ত্রপাতি ও স্থানীয় কৃষকদের উদ্ভাবনী চর্চা একসঙ্গে তুলে ধরতে এ মেলার আয়োজন করে উপজেলা কৃষি অফিস। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার হ্যালিপ্যাড মাঠে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, মোছা: দিলশাদ জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব অজিভিৎ সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আব্দুল হালিম। মেলায় মোট ১০ টি স্টলে প্রদর্শিত হয় স্থানীয়ভাবে উৎপাদিত ও অভিযোজিত ফল, সবজি ও চাষের প্রযুক্তি। এছাড়াও বস্তায় আদা চাষ পদ্ধতি, সমন্বিত বালাই ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ যেমন ফেরোমন ফাঁদ, হলুদ আঁঠালো ফাঁদ, ধানে পার্চিং পদ্ধতি, আদর্শ বীজতলা, কালিকাপুর মডেলে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, মালচিং পদ্ধতিতে সবজি চাষসহ আরও বিভিন্ন কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত হয়। কৃষি প্রযুক্তি স্টলের সাজানো গোছানো আয়োজন দর্শনার্থীদের আলাদাভাবে নজর কাড়ে। এই মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চাষাবাদে কৃষকদের সক্ষমতা বাড়ানো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মুহাম্মদ মহীবুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল আউয়াল ভুঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন অফিসের অফিস প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।