ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মদন পৌরসভার বাজেট ঘোষণা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

নতুন কোন কর আরোপ ছাড়াই সোমবার বিকালে মদন পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৪৪ কোটি ৯৮ লক্ষ ৪৮ হাজার ৩ শত ৬৯ টাকার  রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক ইউএনও অলিদুজ্জামান।    শহর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে  ৪৩টি ৮১লক্ষ ৬৭ হাজার টাকা ও ১কোটি ১৬ লক্ষ ৮১ হাজার ৩ শত ৬৯  টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। বাজেটে রাস্তাঘাট, ড্রেন নির্মাণ, ব্রিজ, কালভার্ট, বিশুদ্ধ পানি ব্যবস্থা, নলকূপ স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ ও সড়ক বাতি স্থাপনের বিষয় গুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে।      বাজেট ঘোষণা শেষে পৌর নাগরিকদের উপস্থিতিতে বাজেটে উপর সংক্ষিপ্ত  উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দল আহাদ,একাডেমী সুপারভাইজার জোছনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদা রোবায়েত পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম,পৌর সহকারী প্রকৌশলী    মোঃ জামিল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মদন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয় কর্মরত সংবাদিক সহ পৌরসভার সুশীল সমাজের প্রতিনিধি ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নাগরিবৃন্দ।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status