বাংলারজমিন
নিকলীতে জলমহালের ইজারাসীমা নির্ধারণে মানববন্ধন
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীতে ইজারাকৃত জলমহালের সীমানা নির্ধারণ করে ভাসান পানিতে চাঁদাবাজি, জেলে নির্যাতন বন্ধের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, নিকলী ইউনিটের সহযোগিতায় নিপীড়িত মৎস্যজীবী সমাজ স্মারকলিপির ভাষ্য ও নিপীড়িত মৎস্যজীবীদের বরাতে জানা যায়, হাওর অধ্যুষিত উপজেলাটির জলমহাল ইজারা হয়। কিন্তু সরকার পক্ষ থেকে ইজারাকৃত ভূমির সীমানা নির্ধারণ করে দেয় না। ইজারা গ্রহীতা পক্ষ এই সুযোগে ইজারাকৃত ভূমির শতগুণ এলাকা ভোগদখল করে। সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে। না দিলে জালে কেড়ে নেওয়া, মারধর এমন কি গুম-খুনের মতো ঘটনা ঘটায়। বর্ষার পানিকে ভাসান মাল বলে দাবি করে। এতে ফি বছর হতহতের ঘটনা ঘটে। তারা আরো দাবি করেন, সরকার যেহেতু রাজস্ব নেয়, সরকারের উচিত ইজারাকৃত জলমহালের সীমানা নির্ধারণ করে দেয়া। নয়তো এ নিয়ে অনাকাক্সিক্ষত যত ঘটনা ঘটবে, প্রশাসনকেই এর দায় নিতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলন, নিকলীর আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন বলেন- হাওরের দুই অর্থনীতি। কৃষিতে সমস্যা হলে মাছকে উপলক্ষ করে জীবিকা নির্বাহ করতে পারে। কিন্তু ভাসান মাল নামে ইজারা দাবি করে সাধারণকে বঞ্চিত করছেন। যা
বে-আইনি। অনৈতিক।
আশা করি সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রশাসন সঠিক উদ্যোগ নেবে। নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার মুক্তি মাঠে থাকায় অফিস স্টাফ আব্দুস সালাম স্মারকলিপি গ্রহণ করেন।