ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

খুলনায় পুলিশ কমিশনার ও মেলা ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভক্ত

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ এবং মেলা ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে যখন আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তবে তারা বৈষম্য বিরুদ্ধ নাম ব্যবহার করছে না। ছাত্র-জনতা আন্দোলন বলে প্রচার করছে। ঠিক সেই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহান আহ্বায়ক আল শাহরিয়ারের নেতৃত্বাধীন অংশসহ ৮টি সংগঠন বলছে এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
সোমবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আট সংগঠনের পক্ষ থেকে বলা হয়- যেহেতু বিতর্কিত এসআই সুকান্তকে গ্রেপ্তার করা হয়েছে সেহেতু এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহান আহ্বায়ক আল শাহরিয়ারের নেতৃত্বাধীন একাংশ, রেড জুলাই, জুলাই রিভ্যুলুশনারী এলায়েন্স, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, রংমশাল ও পুসাবের নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জুলাই বিপ্লবের চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ-আল সাফিন বলেন, এসআই সুকান্তকে ছেড়ে দেয়ার ঘটনায় আমরা আন্দোলনে সরব হই। পরে তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তারের পর আন্দোলন সফল হওয়ায় আমরা আন্দোলন থেকে সরে আসি। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এখানো আমাদের গুটিকয়েক সহযোদ্ধাদের ব্যবহার করে একটি বিশেষ মহল উক্ত আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যার দায়ভার কোনোভাবেই জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র-জনতা গ্রহণ করবে না। জুলাইকে ব্যবহার করে এমন কোনো কাজ করবো না যা জুলাই আন্দোলনকে বিতর্কিত করে। আর কেউ এমন কাজ করতে চাইলে আমরা তাদের প্রতিহত করবো।
এক প্রশ্নের জবাবে বলা হয়, জুলাই কর্মসূচির সঙ্গে মেলাসহ কোনো বিনোদনের যৌক্তিকতা নেই। যারা মেলার জন্য চাপ প্রয়োগ করছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অপর এক প্রশ্নের জবাবে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল দৃষ্টিভঙ্গি অন্যত্র ঘুরিয়ে দিতে পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে সরব। এরপর দেখা যাবে এসআই সুকান্ত ইস্যু বাদ দিয়ে অন্য কোনো কর্মকর্তার পদত্যাগ দাবিতে ওই মহলটি সরব হচ্ছে। সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ১লা জুলাই থেকে এ কর্মসূচি শুরু হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status