ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জ পৌরসভার ৬৯ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য কিশোরগঞ্জ পৌরসভার ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩৬২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে সোমবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মমতাজ বেগম। পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, শহর অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তথ্য প্রযুক্তি এবং আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের আয় ধরা হয়েছে ৩২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ২১৩ টাকা, পানি সরবরাহ খাতে আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ১৮ হাজার ২২৮ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ১৬৭ টাকা, প্রকল্প খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ১৫ লাখ ৫৩ হাজার ৭৫৩ টাকা এবং মূলধন খাতে ২ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকা আয় ধরা হয়েছে। ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৭৮ টাকা উদ্বৃত্ত দেখিয়ে প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতের ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার ৮৭৯ টাকা, পানি সরবরাহ খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার ৩২৩ টাকা, উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৫৮২ টাকা, প্রকল্প খাতে ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং মূলধন খাতে ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status