বাংলারজমিন
রংপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আহত ৩
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১ জুলাই ২০২৫, মঙ্গলবারহত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ছোরা, কিরিচ, বল্লম, রড দিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়েছে নজরুল ইসলামসহ তিনজনকে। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ তার চাচাতো ভাই শফিকুল গংয়ের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, পীরগাছা উপজেলার মাহিগঞ্জের আবু হাজরা গ্রামের নজরুল ইসলাম তার পৈতৃক সূত্রে এক একর ৪ শতক জমি রেকর্ডমূলে ভোগ দখল করে আসছে। সম্প্রতি তার চাচাতো ভাই শফিকুল ইসলাম শফি গং ওই জমি তাদের বলে দাবি করে দখল নেয়ার চেষ্টা চালায়। এ ঘটনায় থানাসহ এলাকায় কয়েকবার সালিশি বৈঠক হয়। ওই বৈঠকে শফিকুল তাদের পক্ষের কাগজ দেখাতে পারেনি। অপরদিকে, নজরুল ইসলাম দলিল খাজনা-খারিজ, ৬২ ও ৯২ এর রেকর্ডের কাগজ দাখিল করেন।
মামলায় জমি নজরুল ইসলামের বলে আদালত রায় দিলেও মেনে নিতে পারেনি শফিকুল গং। ওই জমি দখল নিতে তারা মাঠে গেলে বাধা দেয় নজরুল ইসলাম। এ সময় সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে নজরুল ইসলাম মাহিগঞ্জ থানায় বাদী হয়ে শফিকুল ইসলাম, মোতলেব মিয়া, দুলু মিয়া, মন্তা মিয়া, জলিল মিয়া, জসিম, সুমন ও নজরুল মিয়াসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে শফিকুল গং। নজরুল ইসলাম, মিলন ইসলাম ও খোকন মিয়া গত রোববার দুুপুরে বাজারে যাওয়ার পথে আসামি শফিকুল গংরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে শরীরের বিভিন্ন অঙ্গে কুপিয়ে রক্তাক্ত করে। এ দৃশ্য দেখে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মাহিগঞ্জ থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, গতকাল হামলা করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।