বাংলারজমিন
লক্ষ্মীপুরে ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবারলক্ষ্মীপুরে ষড়যন্ত্রমূলক হত্যা মামলা ও ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাট বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান লিটন, দত্তপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলাইমান, ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মিন্টু। এসময় বক্তারা বলেন, মাদক ব্যবসা ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জসিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর প্রকৃত আসামিদের বাদ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এলাকার নিরপরাধী বাসিন্দাদের অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। ওই মিথ্যা মামলায় ২০২৩ সালের ২৯শে মে আট জন আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়। এসময় দণ্ডপ্রাপ্তদের নির্দোষ দাবি করে ফাঁসির রায় প্রত্যাহার ও মুক্তির দাবি জানান বক্তারা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ৪৫ বছর বয়সী আলী হোসেন বাচ্চু, ৪৫ বছর বয়সী মোস্তফা, ৫০ বছর বয়সী খোকন, ৭০ বছর বয়সী আবুল হোসেন, ৬৩ বছর বয়সী মোবারক উল্যা, ২৮ বছর বয়সী কবির হোসেন রিপন, ৬৩ বছর বয়সী জাফর আহম্মদ ও ৪২ বছর বয়সী হিজবুর রহমান স্বপন।
জানা যায়, ২০১৩ সালের ১০ই ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জসিমকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন জসিমের বাবা মফিজ বাদী হয়ে সদর থানায় ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।