ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু নতুন আক্রান্ত ৭৭

বরগুনা প্রতিনিধি
১ জুলাই ২০২৫, মঙ্গলবার

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে ও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২ জনে। গতকাল সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেতাগী উপজেলার বদনীখালী এলাকার মো. নেছার উদ্দিন (৬০) নামে অবসরপ্রাপ্ত একজন শিক্ষকের মৃত্যু হয়। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৫, বেতাগী উপজেলায় ১, পাথরঘাটা উপজেলায় ৫ এবং তালতলী ও আমতলী উপজেলায় ৩ জন রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২২২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৭০, আমতলী উপজেলায় ১২, বেতাগীতে একজন, বামনায় ১৭, পাথরঘাটায় ১০ এবং তালতলী উপজেলায় ১২ জন। বরগুনায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২৩ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং দু’জনের বাড়ি বেতাগী উপজেলায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ডেঙ্গু শনাক্তকরণ টেস্ট করাতে আমাদের কোনো সমস্যা হয় না। তবে, ভর্তি রোগীদের প্লাটিলেট পরীক্ষা দিনে ৭০-৮০টা পর্যন্ত করতে পারি। হাসপাতালে সিবিসি মেশিন একটি। আমাদের সক্ষমতা বাড়ানো উচিত। এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা  বেড়েই চলছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status