বিনোদন
শাকিবকে কী নামে ডাকেন বুবলী
স্টাফ রিপোর্টার
৪ জুলাই ২০২৫, শুক্রবার
প্রেমিক-প্রেমিকা তাদের ভালোবাসার মানুষকে আদর করে জানু, জান এমনকি অতি আদর করে ভিন্ন ভিন্ন নাম দিয়ে থাকেন। চিত্রনায়িকা শবনম বুবলীও তার ব্যতিক্রম নন। তিনি তার প্রাক্তন স্বামী শাকিব খানকে কী নামে ডাকে জানেন কি! তার মোবাইলে শাকিবকে কী নামে সেভ করা আছে- এই বিষয় নিয়ে তাকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলে উত্তরে বলেন- শাকিবের নাম আমার মোবাইলে ‘হোম’ নামে সেভ করা রয়েছে। কিন্তু একজন স্ত্রীর জন্য নির্ভরতার জায়গা তার স্বামীর বাড়ি থেকে অনেক দূরে সরে এসেছেন এই অভিনেত্রী।