বিনোদন
নিক জোনাস হতে চান শাহরুখ
বিনোদন ডেস্ক
৪ জুলাই ২০২৫, শুক্রবার
কিং খান শাহরুখ এবং প্রিয়াঙ্কা চোপড়ার গোপন প্রেম একটা সময় বলিউডে বহুল চর্চিত ছিল। সময়ের ব্যবধানে প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসকে বরমালা পরিয়ে গুঞ্জনে পানি ঢেলে দেন। সম্প্রতি জনপ্রিয় একটি টিভি সাক্ষাৎকারে কিং খান, গৌরী এবং প্রিয়াঙ্কা চোপড়া উপস্থিত ছিলেন। উপস্থাপক শাহরুখকে প্রশ্ন করেন- প্রিয়াঙ্কা তো পরের জন্মে বারবার প্রিয়াঙ্কা হয়ে জন্মাতে চান, আপনি পরের জন্মে কী হতে চান। শাহরুখও তার স্বভাবসুলভ হাস্যরস উত্তর দিলেন- আমি পরের জন্মে নিক জোনাস হয়ে জন্মাতে চাই। কিং খানের উত্তর শুনে পাশে বসা প্রিয়াঙ্কা চোপড়া এবং গৌরী খান অট্টহাসিতে ফেটে পড়েন।